টাঙ্গাইলের দেলদুয়ারে দেলদুয়ার সেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হযেছে। সংগঠনের সভাপতি ইনামুল হকের সভাপতিত্বে ও উপদেষ্টা আসিফ কামাল তৈসিবের সঞ্চালন ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ, দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবে সভাপতি মো : নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মো:অপু তালুকদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন দেলদুয়ার উপজেলা শাখার নির্বাহী সভাপতি মো: বাবালু চৌধুরী, সহ সভাপতি মো: সোলায়মান মিয়া প্রমুখ। দেলদুয়ার সেচ্ছা সেবী সংগঠনের উপদেষ্টা শাহ আসিফ কামাল তসিফ জানান আমরা দীর্ঘ দিন যাবৎ আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছি। এটি একটি অরাজনৈতিক সংগঠন এ পর্যন্ত ৩৫০ জন অসহায় অসুস্থ মানুষকে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনা মূল্যে রক্ত দান করা হয়েছে। আলোচনা শেষে মানব সেবায় বিশেষ অবদান রাখায় পারপাখিয়া তরুন প্রজন্ম ও দেলদুয়ার সেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সদস্যকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।