পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গের দেয়া নতুন জামা-কাপড় সহ নগদ অর্থ ঈদ-উপহার পেয়ে খুশি সীমান্তপাড়ের সুবিধা বঞ্চিত গরীব অসহায় শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টায় দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় চার শতাধিক গরীব-অসহায় শিশু শিক্ষার্থীর হাতে ঈদ উপহার হিসেবে নতুন জামা-কাপড়সহ নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে আলহাজ¦ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, পঞ্চগড় এস এম শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু), তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী, তেঁতুলিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান সুলতানা রাজিয়া শিল্পী, মনিরা ইয়াসমিন আঁখি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোখলেছুর রহমান প্রমুখ। এতে স্বাগতবক্তব্য রাখেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কবীর আকন্দ। অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি সহ নানা শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।