পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিন বন্ধ থাকবে। তবে এবন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম (যাত্রী পারাপার) অব্যাহত থাকবে। জানা যায় বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, তেঁতুলিয়া, পঞ্চগড় এবং ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট এ- ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর যৌথ সিদ্ধান্তে আগামীকাল বুধবার (১৯ এপ্রিল/২০২৩) থেকে (২৭ এপ্রিলল/২০২৩) রোজ বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯দিন এবন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে উভয় দেশের ব্যবসায়ীগণ পৃথকভাবে বাংলাবান্ধা স্থলবন্দর তেঁতুলিয়া, পঞ্চগড় এবং ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশন, জলপাইগুড়ি, ভারত কর্মকর্তাদের বরাবরে লিখিতপত্র দিয়ে অবহিত করেছেন। নামপ্রকাশ্যে অনিচ্ছুক বাংলাবান্ধা স্থলবন্দর সহকারী রাজস্ব কমকর্তা আমদানী-রপ্তানি বন্ধের বিষয়টি মুঠোফোনে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তবে ছুটি পরবর্তী আগামী ২৯ এপ্রিল রোজ শনিবার উদ্বোধনী দিন সকাল থেকে উভয় দেশের আমদানী-রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।