ধানে নেক ব্লাস্টের আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের স্বপ্নের ফসল। কীটনাশক প্রয়োগেও প্রতিকার মিলছে না। ফলে খেতের ফসল হারানোর শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। মূলত রংপুরের তারাগঞ্জ ও বদরঞ্জে ইরি-বোরো ধানক্ষেতে এই নেক ব্লাস্ট (ধানের গলাপচা) রোগের আক্রমণ বেশি দেখা দিয়েছে। কৃষক এ রোগ থেকে মুক্তি পেতে খেতের কাঁচা ধান কেটে ফেলছেন। অনেকে আবার কীটনাশক দিয়ে খেতের ধান রক্ষার চেষ্টা করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ক্ষেতের ফলন ভালো হলেও সেই ফলন ঘরে তোলা সম্ভব হচ্ছে না অনেক কৃষকের। কারণ, ছত্রাকজাতীয় নেক ব্লাস্ট রোগে খেতের ধান নষ্ট হয়ে যাচ্ছে। জানা গেছে, ইতোমধ্যে কিছু এলাকায় ধান কাটা শুরু হলেও এখনও অনেক এলাকায় ধান পাকতে শুরু করেছে। সেগুলো দুই সপ্তাহের মধ্যে কাঁটার পর্যায়ে যাবে। তবে বেশ কিছু এলাকার ধানের শীষে নেক ব্লাস্ট রোগ হওয়ায় আশানুরূপ ধান ফলন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ রোগ হলে ধানগাছের পাতা কালো ও শিষ শুকিয়ে নষ্ট এবং অল্প সময়ের মধ্যে খেতের প্রায় সব ধান চিটা হয়ে যায়। এক খেতে এ রোগ দেখা দিলে পাশের খেতে কীটনাশক না দিলে রাতারাতি নেক ব্লাস্ট রোগ ওইসব ভালো খেতের ধানেও দেখা দিতে পারে। কারণ, এ রোগটি আবহাওয়াজনিত কারণে বাতাসের সঙ্গে ছড়ায়। নেক ব্লাস্ট ধানের একটি ছত্রাকজনিত রোগ। ধানের ফুল আসার পর শিষের গোড়ায় এ রোগ দেখা দেয়। শিষের গোড়ায় বাদামি অথবা কালো দাগ পড়ে। শিষের গোড়া ছাড়াও যে কোন শাখা আক্রান্ত হতে পারে। আক্রান্ত শিষের গোঁড়া পচে যায় এবং ভেঙ্গে পড়ে। ধান পুষ্ট হওয়ার আগে আক্রান্ত হলে শিষের সব ধান চিটা হয়ে যায়। প্রকৃতপক্ষে, এ রোগের প্রাদুর্ভাব আবহাওয়ার উপর নির্ভরশীল। দিনের বেলায় গরম ও রাতে ঠাণ্ডা, শিশিরে ভেজা সকাল, মেঘাচ্ছন্ন আকাশ, ঝড়ো আবহাওয়া এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এ রোগের জন্য খুবই অনুকূল। এরকম আবহাওয়া বিরাজ করলে বোরো মৌসুমে আবাদকৃত ধানের বিভিন্ন জাত ব্যাপকভাবে নেক ব্লাস্ট রোগাক্রান্ত হতে পারে। নেক ব্লাস্ট রোগের আক্রমণ প্রাথমিকভাবে সনাক্ত করা যায় না। সাধারণত কৃষক যখন জমিতে নেক ব্লাস্ট রোগের উপস্থিতি সনাক্ত করেন, তখন জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যায়। সে সময় অনুমোদিত মাত্রায় ওষুধ প্রয়োগ করলেও রোগ দমন করা সম্ভব হয় না। সেজন্য রোগের অনুকূল অবস্থা বিবেচনার পাশাপাশি এ রোগের জীবাণু যেহেতু দ্রুত বাতাসের মাধ্যমে ছড়ায়, তাই রোগটি দমনের জন্য কৃষকদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়া প্রয়োজন।