“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্মানে শুচি হোক ধরা, এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে সকাল ১০ টার দিকে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বাঙালী জাতির বিভিন্ন সংস্কৃতি নিয়ে শোভাযাত্রায় হাজির হয়েছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসো হে বৈশাখ গানটি গেয়ে বৈশাখকে বরণ করে নেন শিল্পীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমনস্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম।
মন্ত্রী বলেন, বাঙালীর ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালসার ভূলে গেলে হবেনা। এটি লালন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সকল ধর্মন্ধতা ভূলে গিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়ে একটি সাম্প্রদায়িকমুক্ত দেশ গড়তে হবে। যে স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
এছাড়ও বৈশাখ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।