পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদা ও আনদঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়াজনে শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম। সভায় জানানো হয়, উপজেলায় ঈদ-উল-ফিতরের প্রথম ঈদ জামাত সকাল আটটায় থানা মসজিদ চত্ত্বর ময়দানে অনুষ্ঠিত হব। মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের মমতাজ জামে মসজিদ সংলগ্ন ময়দানে সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হব। এ ছাড়া উপজেলার অন্যান্য ঈদের জামাত সকাল সাড়ে আটটা হতপ ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে। সড়ক পথে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘœ করতে এবং বাজারের মার্কেট নিরাপত্তা ও ঈদের পরবর্তী কয়েক দিন সড়কে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চলাচল নিয়ন্ত্রন করতে আইন-শৃংখলারক্ষাকারী বাহিনী তাদের টহল কার্যক্রম বদ্ধি করবে। ঈদের দিন সরকারি হাসপাতাল ও এতিমখানায় উনতমানের খাবার পরিবেশন করতে হবে। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটায়ারী থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা, বিভিন মসজিদ ও ঈদ জামাতের ইমামগণ, ঈদগাঁ ময়দানের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।