মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার উপকারভোগীদের পূর্ণবাসনের লক্ষ্যে (দারিদ্র বিমোচন ও পূর্নবাসন) ১০দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন এবং ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচির উদ্বােধন ঘোষনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বােধনী সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: সোহল রানা, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, উপজেলা যুব উনয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো: সোহাগ রানা, ধামোর ইউপি চেয়ারম্যান মো: আবু তাহের দুলাল প্রমুখ বক্তব্য রাখেন। পঞ্চগড় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উনয়ন অধিদপ্তর আয়বর্ধনমূলক প্রশিক্ষণের আয়োজন করে। প্রথম পর্বে উপজেলার ধামোর ও মির্জাপুর ইউনিয়নের ৪১ জন উপকারভোগীকে গাভী পালন, হাঁস-মুরগী পালন, বসতবাড়ীতে শাক-সবজি চাষ ও কবুতর পালন সহ বিভিন আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান করা হবে।