ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাওরে ধান কাটা শুরু হলেও ব্রি-২৮ ধান চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। আগাম ফলনের আশায় চাষ করে শত শত ব্রি-২৮ ধানের জমি ছত্রাকজনিত ব্লাষ্ট রোগে আক্রান্ত হওয়ায় ধানের অধিকাংশই চিটা,ফলে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব পাকা ধানা কেটে নিতে।
জানা গেছে,চলতি মৌসুমে নাসিরনগরের ১৩টি ইউনিয়নে প্রায় দেড় লাখ বিঘা জমিতে ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯ সহ বিভিন্ন উফশী ও হাইব্রিড ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪০০ হেক্টর ব্রি ধান-২৮ আবাদ করা হয়েছে। কিন্তু কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে কীটনাশক প্রয়োগ করেনি। এছাড়াও বৈরি আবহাওয়া ও অতিমাত্রায় ইউরিয়া সার প্রয়োগের ফলে ধানে ব্লাষ্ট রোগ ছড়িয়ে পড়ে।
সরেজমিনে হাওরে গিয়ে দেখা গেছে,কৃষক তাদের ব্রি ধান-২৮ পাকা ধান কাটতে শুরু করেছেন। ধানের চারাগুলো দেখতে পাকা মনে হলেও বাস্তবে অধিকাংশ ধান সম্পূর্ণ শুকিয়ে চিটা হয়ে গেছে। আবার কিছু কিছু জমিতে ধানের শিষ ভেঙে গেছে। বিশেষ করে উপজেলার গোর্কণ, গোয়ালনগর ও সদর ইউনিয়নের হাওরের অধিকাংশ ধান জমি চিটা হয়েছে। স্থানীয় কৃষকদের দাবি ব্রি ধান-২৮ ৮০ ভাগই চিটা হয়ে গেছে।
উপজেলা কৃষি অফিসের দাবি, বোরো মৌসুম শুরুর পূর্বে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের ব্রি ধান-২৮ জমিতে রোপন করতে বারণ করা হয়েছে। কিন্তু তাঁরা আমাদের পরামর্শ না শুনে বাজারের সহজলভ্য বীজ ধান নিয়ে নিজেদের ইচ্ছেমতো জমিতে রোপন করেন। যার ফলে আজকে কৃষকরা ক্ষতির শিকার হয়েছেন।
কৃষকদের দাবি, কৃষি অফিস থেকে বলা হচ্ছে আমরা যেন ব্রি ধান-২৮ জমিতে রোপন না করি। কিন্তু সরকারী অফিস বিএডিসি থেকে আমাদের ব্রি ধান-২৮ ও ২৯ রোপন করার জন্য সবসময় উদ্ধুদ্ধ করা হয়। এখন আমরা কার কথা শুনব। উপজেলার গোকর্ণ ইউনিয়নের হাওরে গিয়ে কথা হয় কৃষক মন্টু চৌধুরীর সাথে তিনি আক্ষেপ করে বলেন, ৯ কানি জমিতে ব্রি-২৮ ধান করেছিলাম। আমার বেশীর ভাগ জমির ধান চিটা হয়ে গেছে।চোখের সামনে সব শেষ হয়ে গেছে। ধানে কোন চাল নেই। উপজেলার সদর ইউনিয়নের মেদির হাওরের কৃষক মোস্তফা বলেন, গতবারের বন্যা সব ধান নিয়া গেছিল। তাই এবার আগাম জাতের ব্রি ধান-২৮ করেছিলাম। আমার সব শেষ। ৪ হাজার টাকা খরচ করে যে ধান কাটছি ৪ টাকার ধানও পাবো না। গরুর (বন) খড় হিসেবে ব্যবহার করা ছাড়া আর কোন উপায় নেই।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন বলেন,মৌসুমের শুরু থেকেই ব্লাষ্ট রোগের প্রাদুর্ভাব হওয়ার আশংকায় আমরা কৃষক পরামর্শ স্কোয়াড গঠন করে বিভিন্ন ব্লকে ওঠান বৈঠকসহ এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। পাশাপাশি আগামী মৌসুমে ব্রি ধান-২৮ রোপন না করে এর বিকল্প হিসেবে ব্রি ধান ৮৮, ৯৬ ও বঙ্গবন্ধু-১০০ জাতের উচ্চ ফলনশীল ধান রোপন করার অনুরোধ করেছি। কিন্তু তাঁরা আমাদের পরামর্শ না শুনে বাজারের সহজলভ্য বীজ ধান নিয়ে নিজেদের ইচ্ছেমতো জমিতে রোপন করেন। যার ফলে আজকে কৃষকরা ক্ষতির শিকার হয়েছেন।