রাজবন্দীদের মুক্তি,নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, তেল,গ্যাস,বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে উর্ধ্বগতির প্রতিবাদে এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে চাঁদপুর সদর উপজেলা বিএনপির গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ এপ্রিল শনিবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ের সামনে এ গণঅবস্থান কর্মসূচি পালন করে তারা।
এর আগে বিএনপির বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী কর্মসূচিতে যোগ দিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করেন।
এ সময় বিএনপি ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি বলেন,
আমাদের দাবি এখন একটাই, তত্ত্বাবধায়ক সরকার ব্যতিত কোন নির্বাচন হবে না। এটা এখন জনগণের দাবী। আপনারা অবগত আছেন আমাদের একজন সহকর্মী হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা প্রেসক্লাব সভাপতি মাজহারুল ইসলাম শফিককে মিথ্যা মামলায় আটক করেছে।ডিজিটাল নিরাপত্তা
আইনটি একটি কালো আইন।এই আইন দিয়ে সরকার সাংবাদিকদের যেমন দমিয়ে রাখছে।ঠিক তেমনি আমাদের দলীয় নেতাকর্মীদেরও দমিয়ে রাখছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল,শহর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল কাদের বেপারী,বিএনপি নেতা ডিএম শাহজাহান,ব্যারিষ্টার জহির উদ্দিন বাবর,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, সহ- সভাপতি একে এম ফজলুল হক সেলিম, আবদুল মান্নান খান, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ,সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি পারভেজ,সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, সদর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নয়ন মাহমুদ ভূইয়া,সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব জিসান প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বরকত উল্যাহ খান।