টাঙ্গাইলের দেলদুয়ারে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির (৪০ দিনের কর্মসূচি) শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার এলাসিন ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আবুল হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। জানা যায়, এলাসিন ইউপি সদস্য আবুল হোসেন কর্মসূচির টাকা উত্তোলনের জন্য শ্রমিকদের নামে বিকাশ হিসাব খুলে দেন। পরে ওই হিসাবে কর্মসূচির টাকা জমা হলে তিনি কৌশলে সিমগুলো তার কব্জায় নিয়ে নেন। সরলমনা শ্রমিকরা জানতেও পারেন না যে, তাদের বিকাশ হিসাবে টাকা জমা হয়েছে। তারা যখন লোক মারফত জানতে পারেন তখন ইউপি সদস্যের নিকট গিয়ে সিমগুলো ফেরত চান। সিম চাওয়ায় ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে তাদের গালাগাল করে তাড়িয়ে দেয়। পরে শ্রমিকরা ওই সিমের বিপরীতে অবিকল ডুপ্লিকেট সিম তুলে দেখেন সিমে কর্মসূচীর কোনো টাকা জমা নাই। বিষয়টি নিয়ে চান্দু মিয়া নামের শ্রমিকের সঙ্গে ইউপি সদস্যের বাক-বিতন্ডা হয়। এর রেশ ধরে ২৯ মার্চ সন্ধ্যায় ইউপি সদস্য আবুল তার বাহামভূক্ত লোকজন নিয়ে বাড়িতে গিয়ে চান্দু ও তার স্ত্রীকে বেধরক মারধর করে। চিকিৎসার জন্য তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলো। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন চান্দু মিয়া। চান্দু মিয়ার মত প্রতারনার শিকার কর্মসূচিতে কাজ করা ওই এলাকার একাধিক শ্রমিক।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি সদস্য আবুল হোসেন বলেন, শ্রমিকরা আমার নিকট থেকে কর্মসূচির কাজের ব্যপারে অগ্রিম টাকা নিয়েছিল। যার কারণে তাদের নামের সিমগুলো আমি রেখে দেই। পরবর্তীতে তারা টাকা ফেরত না দিয়ে আমার কাছে থাকা সিমের নম্বরের বিপরীতে পুনরায় সিম তুলে টাকা উত্তোলন করেছে।
এ ব্যপারে এলাসিন ইউপি চেয়ারম্যান মানিক রতন বলেন, কর্মসূচির মজুরি নিয়ে শ্রমিকদের সঙ্গে ইউপি সদস্য আবুল হোসেনের কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। শুনেছি তাদের মধ্যে মারপিটের ঘটনাও ঘটেছে। বিষয়টি উভয় পক্ষকে নিয়ে বসে মীমাংসার সিদ্ধান্ত নেয়া হয়েছে।