লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিৎল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রবিউলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ। এ সময় শহিদুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে আহত শহিদুল রংপুর মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
রোববার (২ এপ্রিল) দুপুরে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম ওই উপজেলার কলাবাগান গ্রামের চেনু মিয়ার ছেলে এনং আহত শহিদুল একই গ্রামের হেদুল মিয়ার ছেলে।
বিজিবি জানায়, রবিউল ও শহিদুলসহ কয়েকজন বাংলাদেশির একটি দল ভারতীয় গরু আনতে শমসেরনগর সীমান্তে যায়। এ সময় বিএসএফের টহল দল বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই রবিউল মারা যান। আর পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় শহিদুল। পরে সাথে থাকা অপর বাংলাদেশিরা রবিউলের লাশসহ শহিদুলকে উদ্ধার করে নিয়ে আসে।
৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম মাহবুবুল আলম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার সকালে বলেন, ‘ঘটনা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবেথ।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের হাতে তুলে দেয়া হবে।