নীলফামারীর কিশোরগঞ্জে ৭২ পুড়িয়া হিরোইনসহ আবদুল খালেক নামে এক যুবককে আটক করে রোববার কারাগারে পাঠিয়েছে পুলিশ। বড়ভিটা ইউনিয়নের বড়ডুমরিয়া কাছারীপাড়া থেকে শনিবার রাতে হিরোইনসহ তাকে আটক করা হয়। ওই মাদক ব্যবসায়ী দক্ষিণ বড়ভিটা পাইকারটারী গ্রামের তোফায়েল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মাদক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।