নোয়াখালীর সেনবাগে ‘বীরি বক্রম’ শহীদ তরিক উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সেনবাগের শায়েস্তানগর গ্রামস্থ লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের ‘ বীর বিক্রম’ শহীদ তরিক উল্লাহ অডিেেটারিয়ামে ফাউন্ডেশনের চেয়ারম্যান, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এফবিবিসিআইয়ের পরিচালক লিল্পপতি লায়ন জাহাাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে ইফতার পূর্ব এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা শহীদুল ইসলাম ও মাওলানা সালে আহম্দ।
এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, কাদরা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া, অজুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবদুস সাত্তার, ফাঊন্ডেশনের সদস্য জাহাঙ্গীর আলম শুভ, মাষ্টার জাকের হোসেন,ওয়ার্ড ও ইঊনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।