নোয়াখালীর সেনবাগে ইসলামি ব্যাংক সেনবাগ শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল ব্যাংকের শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক এ কে এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও আর ডি এস অফিসার এনামুল হকের সঞ্চালনায় ব্যাংকের ৪০ বছর পূর্তিতে অনুষ্ঠিত সর্বজনীন কল্যাণে ইসলামি ব্যাংকিং বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিন মানিকপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন, সেনবাগ রেসিডেন্সিয়াল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন, ইসলামি ব্যাংক সেনবাগ শাখা ব্যবস্থাপক অপারেশন্স শেখ ফরিদ, সেনবাগ রেসিডেন্সিয়াল আলিম মাদ্রাসার শিক্ষক শাহাদাৎ হোসেনের কোরআন তেলওয়াতের ও সেনবাগ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাকির হোসেনের দোয়া মাহফিলের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,ব্যাংকের গ্রাহক,জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন।