জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ বাস্তবায়নে শেরপুরের ২৯১ জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ২০২২ বিস্তরন ও বাস্তবায়নে শেরপুর জেলার ৫ টি উপজেলার ২৯১টি মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে। ২৯ মার্চ সকালে প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাহমুদুল হক ও মাষ্টার ট্রেইনারগন উপস্থিত ছিলেন।
প্রথম দলে নকলা ও শ্রীবরদী উপজেলার ১০৫ জন প্রতিষ্ঠান প্রধান ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রশিক্ষণ গ্রহন করবেন। পরবর্তীতে আরো ২ টি দলে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শেরপুর সদর উপজেলার ১৮৬ জন প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।