চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে বিষনো বর্মন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পার্বতীপুর ইউনিয়নের বড়াইল বিলে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামের বাসিন্দা চিত্র বর্মনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে ওই এলাকার বড়াইল বিলে পানি উত্তোলনকারী একটি ডিপকলের বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেয়। বিদ্যুৎ সংযোগ ঠিক করার জন্য ডিপকলের মালিক আবদুস সাত্তার ওই এলাকার বিষনো বর্মনকে ডাক দেন। তাঁকে বিদ্যুতের সংযোগ লাইন ঠিক করার জন্য ট্রান্সমিটারের কাছে উঠিয়ে দেন। সেখানে লাইন ঠিক করার সময় বিষনো বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। পড়ে সে মাথায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।