নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পুলিশ লাইনের পাশে বাইতুল কোরআন মাদ্রাসার থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র হাফেজ মীর সাব্বির (১৫) এর খোঁজ মেলেনি।
এ ঘটনায় গেল ২৩ মার্চ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (নম্বর ১৮৩২) করেন তার ভগ্নিপতি হোসাইন আহমেদ। নিখোঁজের ৯ দিন পরেও খোঁজ না মেলায় চিন্তিত তার পরিবার।
নিখোঁজ মাদ্রাসার ছাত্র মীর সাব্বির আহম্মেদ গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের খাড়াকান্দী এলাকার বাসিন্দা মো. রজ্জব আলীর ছেলে।
জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েত ণগর এলাকায় অবস্থিত বাইতুল কোরআন মাদ্রাসা ছাত্র মীর সাব্বির আহম্মেদ। গেল ২২ মার্চ বুধবার বিকালে মাদ্রাসা থেকে বেরিয়ে আর ফেরেনি সে। এ ঘটনায় পুলিশ বলছে, মীর সাব্বির আহম্মেদকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।
নিখোঁজ মীর সাব্বির আহম্মেদ এর বাবা মো. রজ্জব আলী বলেন, গেল ২০ মার্চ সোমবার দুপুরে আমার ছেলে মীর সাব্বির আহম্মেদ বাইতুল কোরআন মাদ্রাসায় থেকে বাড়িতে আসে। পরে দিন ২১ মার্চ মঙ্গলবার সকালে মাদ্রাসা থেকে এক শিক্ষক ফোন করে জানান সাব্বির'কে আগামীকাল বুধবার মাদ্রাসায় আসতে হবে। পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেয় সাব্বির। মাদ্রাসায় গিয়ে বিকালে মাদ্রাসা থেকে বেরিয়ে আর বাসায় ফেরেনি মীর সাব্বির। সব আত্মীয়স্বজনের বাসায় যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। পরে থানায় জিডি করি।
জিডির তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার এসআই সোহাগ বলেন, 'নিখোঁজ মাদ্রাসাছাত্র মীর সাব্বির আহম্মেদ মোবাইল ব্যবহার করে না। এজন্য খুঁজে পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে, আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, দ্রুতই সন্ধান মিলবে।