পিরোজপুরের নাজিরপুরে এক কেজি গাঁজাসহ মো.রাজু হাওলাদার (২৮) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছেন থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাতকাছিমা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু ওই গ্রামের মৃত্যু বাবুল হাওলাদারের ছেলে। নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই রাতের সাড়ে ৮টার দিকে সেখানে মাদক বেঁচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা এককেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ওই দিন সে চট্টগ্রাম থেকে বিক্রির উদ্দেশ্যে তাদের বাড়িতে নিয়ে আসে।