১৯৭১ সালের ৯মে মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩শ ৬০ জন কৃষককে ব্রাশফায়ার করে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। সে গণহত্যার প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি জিএম রাশেদুল ইসলাম, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, গজারিয়া উপজেলা গণহত্যার শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি মহিউদ্দিন ঠাকুর এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও শহীদ পরিবারের সদস্যগন।