যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের নকলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে নকলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ উপস্থিত ছিলেন। পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শন করেন।
একই মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ আরো অনেকে। এ অনুষ্ঠানেই বীরমুক্তিযোদ্ধাদের ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।