পঞ্চগড়ের বোদায় আগুনে ২টি দোকান পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের বামনহাট বাজার্।ে বিদ্যুতের সর্ট সাকিটে আগুনের সুত্রপাত হয়ে বামনহাট বাজারের তমিজ উদ্দীনের গোলামালের দোকান ও নুর আলমের বেকারী দোকান পুত্রে যায়। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগানোর খবর পেয়ে বোদা থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ২টি দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।