পঞ্চগড়ের ৭৫ বছর বয়স্ক ছকিনার গলার থাইরয়েড রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) এ সফলভাবে সম্পন্ন হয়েছে। সে পঞ্চগড় সদর উপজেলার তালমা বাজার গ্রামের মজিবর রহমানের স্ত্রী। ছকিনার বড় ছেলে মোঃ কামাল জানান আমরা ৫ বোন ২ ভাই। বড় বোনদের বিবাহ হয়েছে। আমি ভাই-বোনের মধ্যে পঞ্চম। এতদিন আমরা জানতাম না যে মায়ের গলায় এত বড় টিউমার/ঘেক/থাইরয়েড আছে। এমনকি গ্রামের কাউকে মা জানতে দিত না। মা সব সময় মাথা ও গলায় কাপড় দিয়ে ঢেকে রাখত এবং মাঝে মধ্যে গলার ঠান্ডা-ব্যথা আর সর্দিজ্বরে ভুগত। এতে কখনো কখনো মাতে খুব অস্বস্তি বোধ করতে দেখতাম। হঠাৎ মা প্যারালাইসেস রোগে আক্রান্ত হওয়ার উপক্রম হলে গলার কাপড় সরালে টিউমারটি দেখতে পাই। পরে মাকে পঞ্চগড় হাসপাতালে চিকিৎসার জন্য মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডাঃ সিরাজুল ইসলাম মন্ডল স্যারকে রংপুরে দেখালে অপারেশন করার পরামর্শ দেন। আমি গত ২৫ ফেব্রুয়ারি/২০২৩ মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নাক-কান-গলা বিভাগে ভর্তি করি। এখানে গত ১৫ মার্চ/২০২৩ সহকারী রেজিস্ট্রার ডাঃ মোহাম্মদ হারুনুর রশীদ স্যার মায়ের গলায় অস্ত্রপচার করে প্রায় আড়াই কেজি ওজনের টিউমারটি অপসারণ করেন। মায়ের এতবড় অপারেশন বিনা খরচে করতে পেরে খুশি। অপারেশনের পর মা সুস্থ আছেন।
এ বিষয়ে মুঠোফোনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ হারুনুর রশীদ বলেন, রোগীর বয়স ৭৫ বছর হওয়ায় এবং সাথে আরো অন্যান্য সমস্যা থাকায় অপারেশনটি অনেক জটিল এবং রোগীর জন্য অনেক ঝুঁকিপূর্ন ছিল। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ আবদুল আজীম স্যার, সহযোগী অধ্যাপক আহসানুল হাবীব লেনিন স্যার এর তত্ত্বাবধানে অপারেশনটি করেন ডাঃ সিরাজুল ইসলাম মন্ডল স্যার, রশীদ-ই- মাহবুব স্যার, ডাঃ আবদুর রউফ, ডাঃ জয়নাল আবেদীন। এছাড়াও সার্বক্ষণিক রোগীর তদারক করেন ডাঃ আশরাফুজ্জামান,ডাঃ মনোয়ারুল ইসলাম, ডাঃ মাসুমা সুলতানা, ডাঃ সাবাহ আহসান সহ আরো অনেকে।
তিনি আরও জানান- রোগীর অজ্ঞান করাও একটি চ্যালেন্জ ছিল। এনেস্থিসিয়া বিভাগের খুবই আন্তরিকতার সাথে রোগীর পর্যবেক্ষণ করেন। রোগী রক্তের গ্রুপ ছিল বি নেগেটিভ। যা খুবই বিরল। রোগীর আত্মীয় স্বজন হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য স্টাফ সবার সহযোগিতায় ৪ ব্যাগ রক্ত যোগার করা হয়। উত্তরবঙ্গের জন্য এত বড় অপারেশন একটি মাইলফলক হয়ে থাকবে। রোগীর আজ ২৩/৩/২০২৩ আমি সেলাই নিজে খুলে দেই এবং রোগী খুব খুশিমনে বাড়ির দিকে রওয়ানা দেন।