ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও জিটুপি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। এতে প্রধান ফেসিলেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। সেমিনারে মূল প্রবন্ধক উপস্থাপক ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ এস এম আলী আহসান। সেমিনারে মূল আলোচক হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।
সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেরা মহিলা বিষয়ক কর্মখর্তা শারমিন আক্তার, উপজেলা উন্নয়ন সহায়ক মনজুর সামাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। সমিনারে উপজেলার বিভিন্ন ভাতাভোগী অসহায় ও দুস্থ পরিবারের আর্থিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, ঝুকিঁ নিরসন ও আইনী নিরাপত্তা প্রদানের উপর বিশদ আলোচনা হয়।