কিশোরগঞ্জে জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে বিভিন্ন দিবসের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের আলোরমেলাস্থ গণগ্রন্থাগারের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরিয়ান মোঃ আজিজুল হক সুমন।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞআজ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার,কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক আজিজ আহমেদ হুমায়ুন,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদেও সভাপতি কোহিনূর আফজাল,বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান,জেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী। বক্তব্য রাখেন বেসসরকারী গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি আমিনুল হক সাদী,শরীফুল ইসলাম প্রমুখ।
জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ আজিজুল হক সুমন জানান, জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। এ সময় লাইব্রেরির কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিযোগীগণ উপস্থিত ছিলেন।