ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষকদের মাঝে ওইসব বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলিয়া, জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. সেলিম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সৈয়দ জামদশদ শাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহাবুদ্দিন বেগ শাপলু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, সরকারের কৃষি বিভাগ থেকে পৌর শহরসহ উপজেলার ৫টি ইউপির ৭০০ কৃষকের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। একজন কৃষককে প্রতি বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল জাতের ৫ কেজি ধানের বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। প্রণোদনা নিয়ে আউশ ধানের উৎপাদন বাড়ালে দেশে খাদ্য ঘাটতি থাকবে না। এতে করে কৃষকদের কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরো গতিশীল হবে।