চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বহিপাড়া উচ্চ বিদ্যালয় ও রহনপুর জ্ঞানচক্র একাডেমীর আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া পৃথক অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বহিপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান , জেলা পরিষদের সদস্য কবির আহমেদ খান, কাউন্সিলর ইসমাইল হোসেন, দাতা সদস্য আমজাদ আলী ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর। অন্যদিকে রহনপুর জ্ঞানচক্র একাডেমির আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক সারওয়ার হাবিব। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানে অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন। বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইউম, বিদায়ী ছাত্র রিয়াদ। এতে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মোত্তাকা শিফা। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে তেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।