গভীর রাতে বাড়ীতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রহনপুর পৌরসভার বাগদুয়ারপাড়া গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্য মাহমুদুল হাসান নামে এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার দুপুরে রহনপুরস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, গত ১৯ মার্চ দিবাগত রাত ৩ টায় তাঁদের বাসার পাশে থাকা এমএম ছাত্রাবাস থেকে অশ্রাব্য কোলাহলের আওয়াজ ও উচ্চ চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে তাদেরকে নিষেধ করা হয়। নিষেধ করায় তাঁর অসুস্থ বৃদ্ধ মাসহ বাড়ির সকলকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালি দেন। পরে বাসভবনে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ির দরজা ও ইলেকট্রিক মিটার ভাঙচুর করেছে। একপর্যায়ে তাঁদের হত্যার উদ্দেশ্যে ও লাথি মেরে দরজা ভেঙে ভিতর ঢোকার চেষ্টা করেছ। এছাড়া প্রাণনাশের হুমকি দেয়। আর ঘটনাটি ঘটিয়েছে রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়া মহল্লার মাইনুল বিশ্বাসের ছেলে মুক্তাদির বিশ্বাসসহ তাঁদের বাড়ির পাশে অবস্থিত এমএম ছাত্রাবাসে অবস্থানরত সন্ত্রাসীরা। এতে তাঁরা নিরাপত্তায় ভূগছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই নাজমুল হাসান গত ২০ মার্চ গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে লিখিত বক্তব্যে তিনি জানান। সংবাদ সম্মেলন তাঁর ছোট ভাই নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মুক্তাদির বিশ্বাস মুঠো ফোনে বলেন,আমিতো ঘটনাস্থলে সেদিন উপস্থিত ছিলাম না। তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে তিনি জানান।