কৃষকের বীজ-সার ও কীটনাশক এবং ডিজেল, কেরোসিন, গ্যাসসহ সকল প্রকার জ¦ালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বর্ধিতমূল্য প্রত্যাহার এবং চলনবিলের জীববৈচিত্র্য রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখা। মঙ্গলবার দুপুরে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমচত্বরে সমাবেশ করে। পরে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন দাবি-দাবা সম্বলিত একটি স্মারক লিপি প্রেরণ করা হয়। সমাবেশে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক সমিতির নাটোর জেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, রুস্তম আলী, বাচ্চু মিয়া প্রমূখ।