নকল পন্য বিক্রির দায়ে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় লোকনাথ কসমেটিকসে আজ মঙ্গলবার দুপুরে ভোক্তা অভিযানের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মাগুরা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুল হক জানান, প্যারাস্যুট তেল কোম্পানির মার্কেটিং অফিসারের অভিযোগ ছিল মাগুরা নতুন বাজারের লোকনাথ কনফেকশনারী ও কসমেটিকসে নকল প্যারাস্যুট তেল বিক্রি ও মজুদ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ পন্যসহ নকল ১৭ টি পন্য পাওয়ায় তাকে জরিমানা করা হয়েছে।