সিয়াম সাধনার মাস পবিত্র রমজান সমাগত। ধর্মপ্রাণ মুসলমানেরা রমজানের প্রস্তুতি গ্রহণ করছেন। কিন্তু বাজারে নিত্যপন্যের দাম আকাশ ছোয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপীই নিত্যপন্যের দাম বেড়েছে। কিন্তু সময়ের ব্যবধানে বিশ্ববাজারে কিছুকিছু পণ্যের দাম কমলেও বাংলাদেশের বাজারে তার প্রভাব পড়েনি। ডলার সংকটের কারণে সে দাম সমন্বয় করা সম্ভব হচ্ছে না। রমজানের ছোলা বুট, চিনি, খেজুর, ভোজ্যতেল সহ অন্যান্য পণ্যের দাম এবার গতবারের চেয়ে ১০/১৫ টাকা বেশি দিয়ে কিনতে হবে। প্রাত্যহিক জীবনের ব্যবহৃত চাল, ভোজ্যতেল ও বয়লার মুরগির দামও অনেক বেশি। সরকার ওএমএস চাল বিক্রি করলেও মানুষের সারি র্দীঘয়িত হচ্ছে সে চাল কেনার জন্য। ফলে অনেকেই ৪/৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চাল পাঁচ্ছেনা খালি হাতে ফিরতে হচ্ছে। অর্থনৈতিক চাপ বাড়ছে প্রতিদিন। প্রতিবছরের মতই এবারো সরকার গালভরা বক্তব্য দিয়ে বলেছিল, রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না। কঠোর হাতে তা নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু রমজান আসার আগেই যে ভাবে নিত্য পণ্যের দাম বাড়ছে তা নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ব্যবসায়ীরা নিত্যপন্য আমদানির জন্য এল সি খুললেও ডলারের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম পরিশোধ করতে না পারায় বন্দরে পণ্য পৌঁছাবার পরও তা খারাস করা যাচ্ছে না বলে গনমাধ্যমে খবর বেরিয়েছে। নতুন এলসি’র বর্তমান অবস্থা কতটা দ্রুত সম্পন্ন করা যাবে, তা কেউ বলতে পারছেন না। সারা বিশ্বই উৎসব আনন্দে, ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পণ্যে বিশাল ছাড় দেওয়ার নজির থাকলেও বাংলাদেশে এর ব্যতিক্রম। এখানে উৎসব আনন্দে ও ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় মানুষকে জিম্মি করে প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে। এখন মানুষ প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে দারুণ ভাবে কষ্ট পাঁচ্ছেন। মানুষের আয় না বাড়লেও জীবন ধারণের সব ক্ষেত্রে ব্যয় বেড়েছে। এ থেকে তারা কি ভাবে নিস্তার পাবে তা কারো জানা নেই। জীবন ধারণ করতে হলে খেতে হবে, পরতে হবে, কর্মক্ষেত্রে যেতে পরিবহন ভাড়া দিতে হবে। এরপর রয়েছে চিকিৎসা ও সন্তানদের লেখা পড়া। সব কিছু সামলাতে মানুষ জন তাদের সঞ্চয় ভাঙছেন বা ধার দেনা করছেন। কেউ কেউ ঘরের আসবাবপত্র বিক্রি করে বেঁচে থাকার চেষ্টা করছেন। এমন দুর্বিষহ আস্থার মধ্যে মানুষ পবিত্র রমজান কি ভাবে পাড়ি দিবেন। তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অন্যদিকে ব্যবসায়ীদের একটি দুষ্ট চক্র নিত্যপণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়ে টুপাইস কামিয়ে নেন। এবার রমজানকে কেন্দ্র করে এমন সম্ভাবনা দেখা দিতে পারে। তাই সরকারকে সচেতন হতে হবে। নিত্যপণ্যের আমদানি খরচ বাদে মার্জিন লাভে যাতে ব্যবসায়ীরা নিত্যপণ্য ভোক্তাদের কাছে সরবরাহ নিশ্চিত করতে পারেন সে ব্যবস্থা সরকারকে করতে হবে। আর বিশ্ব বাজারে যে সব পণ্যের দাম কমেছে, তা সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। আর কেউ যেন কোনো পণ্য মজুদ করে অধিক মুনাফা করতে না পারে সে জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। নিত্য বাজার মনিটরিং করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্য কেনার সুযোগ সৃষ্টি করতে হবে। যাতে মানুষ রমজানে চাপহীন ভাবে রোজাব্রত পালন করতে পারে।