চিরিরবন্দর উপজেলার ক্ষুদ্র নৃ-তাত্মিক সমাজ উন্নয়ন সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে অগাষ্টিন হেমরন ও সাধারণ সম্পাদক পদে শিবু হাসদাকে নির্বাচিত ঘোষনা করার সাথে সাথেই বিপক্ষ প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ভোট পুনঃগণনার দাবিতে বিশৃংখলা শুরু করলে রিটার্নিং অফিসার ভোট পুনঃগণনার তারিখ নির্ধারণ করেন। গত ১৮ মার্চ শনিবার সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন চলে। দিবাগত রাত ১০ টায় ফলাফল ঘোষনার সময় বিশৃংখলা শুরু হয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৭১ জন। নির্বাচনে ৪টি কেন্দ্রের মধ্যে ইছামতি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে নশরতপুর ইউনিয়নের ৫৪ জন, সাতনালা ইউনিয়নের ৫০ জন, ফতেজংপুর ইউনিয়নের ৮১ জন, সাঁইতাড়া ইউনিয়নের ৯৮ জন, তেঁতুলিয়া ইউনিয়নের ১৫১ জন, আলোকডিহি ইউনিয়নের ১০১ জন, রাজাপুর মিশন স্কুল কেন্দ্রে ঈসবপুর ইউনিয়নের ২৪৮ জন, আব্দুলপুর ইউনিয়নের ৯১ জন, অমরপুর ইউনিয়নের ৪৪০ জন, দূর্গাডাঙ্গা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আউলিয়াপুকুর ইউনিয়নের ৩৯৭ জন, ভিয়াইল ইউনিয়নের ৪৬২ জন এবং আমতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে পুনট্টি ইউনিয়নের ২৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার মুহাঃ ইউনুস আলী জানান- নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট গণনার পর ফলাফল ঘোষনার সময় বিশৃংখলা শুরু হলে ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান বলেন- বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি। রিটার্নিং অফিসার বিষয়টি ভাল বলতে পারবেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ জানান, নির্বাচনে কোন প্রকার বিশৃংখলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।