মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি সংবাদ সম্মেলন করেছেন। রোববার দুপুরে সিরাজদিখান উচ্চবিদ্যালয় আঙ্গিনায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সোমবার বিকেলে সিরাজদিখান উচ্চবিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট তারানা হালিম, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুসহ আরো নেতৃবৃন্দ। সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ কামাল হোসেন লাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম চৌধুরী চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাডভোকেট মার্সেলা সুইটি হালদার, সদস্য মোঃ ফয়সাল আহমেদ মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টুসহ আরো অনেকে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবুল হাসান মাহবুব বলেন, বিভিন্ন কারণে ৩ বছরে ত্রি-বার্ষিক সম্মেলন অনেক ক্ষেত্রে করা যায় না। সভাপতি-সাধারণ সম্পাদকসহ যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা ফ্রেশ ইমেজের, ভদ্র, শিক্ষিত, স্বাধীনতা বিরোধী নয়, যারা পার্টির জন্য নিবেদিত প্রাণ তাদেরকেই নির্বাচিত করা হবে। প্রার্থীরা নিজেদের মধ্যে সমন্বয় করতে না পারলে ভোটের মাধ্যমেই তারা নির্বাচিত হবেন। এখানে রাতের অন্ধকারে পকেট কমিটি হবে না। তিনি আরো বলেন, সম্মেলন অনুষ্ঠানে শৃঙ্খলা অবনতির কোন কারণ নেই। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সব দলেরই কোন না কোন কোন্দল থাকে, সেটা নিজেদের মধ্যে বসলেই ঠিক হয়ে যায়।