মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনে অগ্নিবীণা ললিতকলা একাডেমির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মননা ও আকর্ষণীয় সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ২য় অধিবেশন শুরু হয় উপজেলার কুঞ্জ বিহারি সরকারি কলেজ অডিটরিয়ামে। এ সময় রবীন্দ্র, নজরুল, লোক সঙ্গিত, দেশের গান, তিন কবির গান, পল্লীগীতিসহ নানা গানে মুগ্ধ হন শ্্েরাতারা। একাডেমির ছাত্র-ছাত্রীরা এ সঙ্গিত পরিবেশন করেন। এর আগে সকালের অধিবেশনে একাডেমির ৪ টি বর্ষের নিয়মিত ৪০ জন ছাত্র-ছাত্রীরা একক সঙ্গিত পরিবেশন করেন। কুঞ্জ বিহারি সরকারি কলেজ অধ্যক্ষ হেলেনা বেগম ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সজল কুমার দত্তকে সম্মননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। অগ্নিবীণা ললিতকলা একাডেমির সভাপতি শেখ আমিনের সভাপতিত্বে ও ললিত একাডেমির পরিচালক মো. এজাজ হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মক্তিযোদ্ধা আবদুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়া প্রমুখ।