নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বঙ্গবন্ধু ম্যুারালে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ হলরুমে শিশুদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন, সহকারী কশিনার (ভূমি) আল ইমরান প্রমূখ।