শান্তির প্রতিক কবুতর, বেলুন এবং আতোস বাজিসহ বর্নাঢ্য আয়োজনে মাগুরায় স্বাধিনতা দিবস টেনিস টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা ইনডোর স্টেডিয়াম টেনিস মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
উদ্ভোধনী খেলায় সরকারী বিভাগে দ্বৈতে মাগুরা ডিসি+কবির জুটিকে ১-৪,১-৪ সেটে হারিয়ে খুলনার সালাম+মাসুদ জুটি, যশোরের আলাউদ্দিন+মাসুদ জুটিকে ৩-৪,১-৪ সেটে হারিয়ে খুলনার মাজেদ+ফারুক জুটি ও মাগুরার প্রসনজিৎ+রইচ জুটিকে ৩-৪,২-৪ সেটে হারিয়ে ডাঃ জাহাঙ্গীর+কল্লোল জুটি এবং বে-সরকারী বিভাগে খুলনার ডাঃ শোভন+ইমন জুটিকে ২-৪,১-৪ সেটে হারিয়ে মাগুরার বিপু+শফিক জুটি কোয়াটার ফাইনালে উন্নীত হয়েছে। টুর্নামেন্টে মাগুরা, খুলনা, যশোর ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলার ১৬টি দল অংশ নিয়েছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ মশিউদৌলা রেজা, মাগুরা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ শিপন জাহাঙ্গীর, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও টেনিস খেলোয়াড় শফিকুল ইসলাম শফিক।