চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় পারভেজ (১৭)নামের এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে হত্যা না আত্মহত্যা করেছে এ নিয়ে এলাকায় ধ্রুমজ্বালের সৃষ্ঠি হয়েছে। গত বৃহস্পতিবার ভোর রাতে ওই এলাকার ৫নং ওয়ার্ডস্থ মধ্যম হাছনদন্ডী কাজী পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত পারভেজ পেশায় একজন রাজমেস্ত্রী এবং ফরিদ মিয়া ছেলে। জানাযায় ,সে আগের দিন বুধবার রাত ১০টার সময় এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাবার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি। পরদিন সকাল ৬টার সময় বাড়ির পাশ্বে একটি গাছবাগানে মাটি থেকে প্রায় এক-দেড় ফুট উঁচুতে পারভেজের গলায় ফাঁস লাগানো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বড় ভাই ওমর ফারুক বলেন,প্রতিবেশী কারো সাথে আমাদের কোন ধরনে শুত্রুতামি নেই। তবে আমার ছোট ভাই পারভেজের সাথে জামিজুরী মাদ্রাসায় ৭ম শ্রেনীর ছাত্রী আবদুল্লার মেয়ে মিলি আক্তার (১৫)সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এনিয়ে ১/২মাস আগে উভয় পরিবারের মাঝে ঝগড়া-ঝাটি হয়েছিল এ ছাড়া কারো সাথে শত্রুতামি নেই বলে জানান নিহতের বড় ভাই ওমর ফারুক। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা স্বীকার করে বলেন ,এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করে লাশ ময়না তদন্তে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।