ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার অটোরিকশা চালক সাইফুল ইসলাম (১৩) হত্যাকান্ডের মূল আসামি আবদুল কাদের (৩০) সহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৩ জনকে আটক করেছে হরিপুর থানা পুলিশ।
বুধবার (১৫ মার্চ) জেলার হরিপুর ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে হরিপুর থানা পুলিশ।
আটককৃতরা হলো রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার সিংহোড় গ্রামের রবিউল আওয়ালের ছেলে আবদুল কাদের (৩০), হাড়িয়া গ্রামের সারোয়ার হোসেনের ছেলে সাদেকুল ইসলাম ওরফে মোজাম্মেল হক মজু ও গোগর গ্রামের জবেদ আলীর ছেলে সজল (২৪)। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আটকৃত আসামিরা হরিপুর ও রাণীশংকৈল উপজেলাসহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা চুরি ও ছিনতাই করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানা পুলিশ রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে আবদুল কাদের (৩০), সাদেকুল ইসলাম ওরফে মোজাম্মেল হক মজু ও সজল (২৪) অটোরিকশা চালক কিশোর সাইফুল ইসলাম হত্যাকান্ডের কথা স্বীকার করলে। পরে হরিপুর থানা পুলিশ তাদের ৩জনকে রাণীশংকৈল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার হতে সাইফুল ইসলাম ব্যাটারিচালিত অটোতে করে যাত্রী নিয়ে রানীশংকৈলের উদ্দেশে রওয়ানা হয়। রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে তার মোবাইলফোনে কল করলে ফোন বন্ধ পায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ৬ ফেব্রুয়ারি রানীশংকৈল উপজেলার রআমরআই দিঘীর পাশে ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা ও মুখে কাপড় পেঁচা অবস্থায় সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।