মানব পাঁচার আধুনিক সত্যতার একটি নিকৃষ্টতম ঘৃণিত সামাজিক অপরাধ। প্রাচীনকাল ও মধ্যযুগের দাসপ্রথা আধুনিক যুগে মানব পাঁচারে পরিণত হয়েছে। স্বল্পোন্নত দেশের জনগণের দারিদ্র্যের সুযোগে একশ্রেণির অসাধু মানুষ মানব পাঁচারের লিপ্ত হয়। যদিও বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে তারপরও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় মানুষের বিদেশের প্রতি আগ্রহ বাড়ছে। তাই মানব পাঁচারও বৃদ্ধি পাঁচ্ছে। বাংলাদেশের বাস্তবতায় জীবিকা আর উন্নত জীবনের আশায় প্রতি বছর দেশ ছাড়েন লাখো মানুষ। তাদের স্বপ্ন একটুখানি সুখ আর সমৃদ্ধির। এসব মানুষের বেশির ভাগই পড়েন মানব পাঁচারকারীর খপ্পরে। পাঁচারকারীরা এইসব মানুষের সরলতার সুযোগ নেয়। পাঁচারকারী সিন্ডিকেটের ভয়াবহ নেটওয়ার্ক দেশজুড়ে বিস্তৃত। তারা কিছু ক্ষেত্রে নিজস্ব এজেন্ট বা দালালের মাধ্যমে মানুষকে নানা প্রলোভন দেখিয়ে বিদেশে পাঁচার করে থাকে। বাংলাদেশে মানব পাঁচার একটি অতি সাধারণ ঘটনা। বেকারত্ব, সীমিত আয়, জীবিকার অনিশ্চয়তা এবং সমৃদ্ধির লোভ এমন পরিস্থিতির সৃষ্টি করেছে, যা মানব পাঁচারের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। যারা সমুদ্রপথে মানব পাঁচার করে তারা মৌসুম হিসাব করে মানব পাঁচার করে। পাঁচারকারীরা একটি মৌসুম বেছে নেয় এবং সেই অনুযায়ী লোক পাঁচার করে। তারা শরৎ ও শীতকে পাঁচারের ঋতু হিসেবে বিবেচনা করে, কারণ এই সময়ে সমুদ্র তুলনামূলকভাবে শান্ত থাকে। তাই তারা ছোট নৌকায় করে ইউরোপসহ বিভিন্ন দেশে মানুষ পাঁচার করে। পাঁচারকারীরা মানুষকে লিবিয়া হয়ে ইউরোপে পাঁচার করে থাকে। এর আগেও বহু বাংলাদেশি নাগরিক লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে ধরা পড়েছেন। আবার অনেকে নৌকা ডুবে মারাও গেছেন। একশ্রেণির রিক্রুটিং এজেন্সি বিদেশে জনশক্তি রপ্তানির নামে মানব পাঁচার করে থাকে। অনেক সময় তাদের অপরাধ উদ্ঘাটিতও হলেও ব্যবস্থা নেওয়া হয় না। মানব পাঁচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশ্বব্যাপী করোনা মহামারির ফলে পরিবর্তিত পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার এক অন্যমাত্রা পেয়েছে। আমাদের দৈনন্দিন জীবন এখন অনেকটাই অনলাইন প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক, লাইকি, ইমু, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঁচারের জন্য নারীদের সংগ্রহ করা হচ্ছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। দেশের সাধারণ মানুষের একটি বৃহৎ অংশ বেকার। তারা হতাশায় ভুগছে। তাই তারা বাধ্য হয়ে অবৈধভাবে বিদেশে পাড়ি জমাচ্ছেন। তাই দেশে কর্মসংস্থান বাড়াতে হবে পাশাপাশি বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী হওয়ার প্রশিক্ষণ দিতে হবে। বাংলাদেশে মানব পাঁচারকারীদের জন্য কঠোর আইন রয়েছে। মানব পাঁচার বন্ধে ‘মানব পাঁচার প্রতিরোধ ও দমন আইন ২০১২’ কার্যকর করতে হবে। অপকর্মের বড় অংশ সংঘটিত হয় স্থল ও নৌ-সীমান্ত পথে। সীমান্ত অঞ্চলে কড়া নজরদারি এবং পাঁচারে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করলে মানব পাঁচার অনেক অংশেই কমিয়ে আনা সম্ভব হবে। সর্বোপরি, প্রশাসনের পাশাপাশি আমাদের সকলের সচেতনতায় অচিরেই মানব পাঁচার বন্ধ হবে বলে আশা করা যায়।