’নিরাপদ জালানী ’ভোক্তাবান্ধব পৃথিবী” এ স্লোগানে কালীগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভাতে বাজারের বিভিন্ন ব্যাবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে ইউএনও ইসরাত জাহান বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় ব্যাবসায়ীদেরকে আন্তরিক হতে হবে। পবিত্র রমজান মাসে ভেজাল পন্য বিপনন বা অতিরিক্ত মূল্যে গ্রহন না করা সহ প্রশাসনের বাজার মনিটরিং কাজে তাদেরকে সহযোগিতা করতে হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন, থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) হরিদাস রায়, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, পৌর ব্যাবসায়ী সমিতির সাংগাঠনিক সম্পাদক জহিরুল হক বিপ্লব, সহ-সাংগাঠনিক সম্পাদক সাংবাদিক হুমায়ুন করি সোহাগ, ঔষন ফার্ম্মেসী সমিতির সভাপতি সরোয়ার হোসেন, মাংশ ব্যাবসায়ী সমিতির বাবুল হোসেন, অজিত ভট্রাচার্জ এবং হোটেল ও বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দ। বক্তাগন তাদের ব্যাবসা পরিচালনায় বিভিন্ন সময়ে হয়রানী বন্ধ সহ সঠিক পন্য বিপননে ভোক্তা অধিকারকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।