১৭ মার্চ “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩” উদযাপন উপলক্ষে “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন” এই প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা। এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নাহিদা ইয়াসমিন, সদস্য এ.টি.এম রুহুল আমিন বেগ, আবদুল হালিম, সালাউদ্দিন সরকার, আনিছুর রহমান, মোখলেছুর রহমান, সাংবাদিক বাদশা ভূঁইয়া উপস্থিথ ছিলেন।