নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় রেললাইন ধারের লোহার বীম ভেঙ্গে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। এ সময় আহত হয় ৩ জন। নিহত বড়াই ব্যবসায়ি আবদুল হালিম (৫০)। তার বাড়ী রংপুর জেলার মিঠাপুকুর। আহতদের স্থানীয় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এটি ঘটেছে ১৪ মার্চ সকালে ২নং রেল ঘুমটির রেল লাইন ধার ফল আড়তের সামনে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ফল আড়তের একটি ট্রাক যার নম্বর যশোর ট - ১১ - ৩৬৬০। ট্রাকটি ব্যাক করতে গিয়ে রেলওয়ের লোহার বীম ধাক্কা দেয়। এতে লোহার বীমটি ভেঙ্গে পড়ে ঘটনাস্থলে বড়াই ব্যবসায়ি হালিম মারা যায়। ট্রাক চালককে আটক করে রাখে এক ফল ব্যবসায়ি। তবে পুলিশ ঘটনা স্থানে এলে কৌশলে চালক সটকে পড়ে। ট্রাকটি জব্দ করে থানা পুলিশ। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান,এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।