ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তূতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ মার্চ সকাল ১১টার সময় হরিপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল হকের সভাপতিত্ব সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান মুকুল, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবদুল করিম, হরিপুর সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান সাজাহান সরকার, ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবিব চৌধুরী, বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, আমাগাও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির ও হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ প্রমূখ। সভায় আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়।