শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কদমতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের অসুস্থজনিত কারণে গত বুধবার ৮মার্চ উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্কুলের কর্মচারী নিয়োগ পরিক্ষা স্থগিতকরন করা হয়েছে। একই সাথে ৯ মার্চ বৃহস্পতিবার বিদ্যালয়ের আসবাবপত্র সংরক্ষনে প্রধান শিক্ষকের রুম তালাবদ্ধকরন করাসহ প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে ম্যানেজিং কমিটির সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পূর্ব নিধারিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী, আয়া ও অফিস সহায়ক পদে ১জন করে লোক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে অনুযায়ী আজ ৮ মার্চ বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্কুলের কর্মচারী নিয়োগ পরিক্ষার সব প্রস্তুতি চুড়ান্ত করা হয়। এ সময় বিধি অনুযায়ী ডিজির প্রতিনিধি, উপজেলা শিক্ষা অফিসার, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক থাকার কথা। এর মধ্যে তিনজন উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক নজরুল ইসলাম অসুস্থতাজনিত কারণে উপস্থিত না থাকায় নিয়োগ পরিক্ষা স্থগিতকরন ঘোষনা করা হয়। একই সাথে প্রধান শিক্ষক কেন যথাযথ সময়ে নিয়োগ কার্যক্রমে, উপস্থিত না হয়ে নিশ্চিত না করেই ফোন না ধরাসহ কারণ দর্শাতে ৯ মার্চ বৃহস্পতিবার বিদ্যালয়ের আসবাবপত্র সংরক্ষনে প্রধান শিক্ষকের রুম তালাবদ্ধকরন করাসহ প্রধান শিক্ষক নজরুল ইসলাম কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু।
কদমতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, আমি গত ৭র্মাচ গভীর রাত হতে মারাত্বকভাবে অসুস্থ হয়ে পড়ি। এই অসুস্থতাজনিত কারণে ৮মার্চ সেই নির্ধারিত সময়ে আমি নিয়োগ পরিক্ষার সম্পাদিত কাজ ও পরিক্ষায় অংশ নিতে পারিনি। আমি বর্তমানে একটি ক্লিনিকে হার্টের চিকিৎসা গ্রহন করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর কবির বলেন, যথাসময়ে নিয়োগ পরিক্ষার সকল প্রস্তুতি চুড়ান্ত করা হয়। কিন্তু প্রধান শিক্ষক উপস্থিত নেই। যে কারণে নিয়োগ পরিক্ষা স্থগিত করা হয়। কিন্তু প্রধান শিক্ষক কি কারণে এল না তা তিনি লিখিত জানাননি।
ডিজির প্রতিনিধি ও শেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া বলেন, বিধি অনুযায়ী ডিজির প্রতিনিধি, উপজেলা শিক্ষা অফিসার, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক থাকতে হয়। তাদের সমম্বয়ে এই পরিক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু প্রধান শিক্ষক অনুপস্থিত তাই এই পরিক্ষা স্থগিতকরন করা হয়। তবে সেদিন প্রধান শিক্ষক কর্তৃক অসুসস্থতার যথাযথ কারণ উপস্থাপিত করা হয়নি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ার্যমান মোঃ মোকছেদুর রহমান লেবু বলেন, কি কারণে প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষায় সম্পাদিত কাজ সম্পাদনে আসলেন না তা তিনি লিখিত জানাননি। ৯ মার্চ বৃহস্পতিবার বিদ্যালয়ের আসবাবপত্র সংরক্ষনে প্রধান শিক্ষকের রুম তালাবদ্ধকরন করাসহ প্রধান শিক্ষক নজরুল ইসলাম কে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে। এছাড়াও তার বিরোদ্ধে অভিযোগ রয়েছে।