ভাঁটিয়া বা ঘেটু ফুল জাতীয় বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ এটি সকলের প্রিয় চেনা ফুল। এর বৈজ্ঞানিক নাম ক্লেরোনডেনড্রম ভিসকোসাম। সারা দেশে অতি পরিচিত একটি বুনো উদ্ভিদ। গাছের প্রধান কান্ডখাড়া, সাধাণত দুই থেকে চার ফুট লম্বা হয়। পাতা কিছুটা পান পাতা আকৃতির ও খসখসে। এর পাতা চার থেকে সাত ইঞ্চি লম্বা হয়। ডালের পুষ্পদন্ডে ফুল ফোঁটে। পাপড়ি সাদা, কেন্দ্রে বেগুনি রঙের আভা আছে। ভাঁটিয়া ফুল নিয়ে কবি জীবনানন্দ দাশের ভাষায় ‘পৃথিবীর কোনো পথে দেখি ভাঁট আঁশ শ্যাওড়ার বন বাতাসে কী কথা কয় বুঝি নাকো, বুঝি নাকো চিল কেন কাঁদে; পৃথিবীর কোনো পথে দেখি নাই আমি হায়!’ ভাঁটিয়া গ্রামবাংলার চিরচেনা বনফুল। বসন্তের দিনে অনাগত সৌরভ নিয়ে সে ফুটে চলে গ্রীষ্ম অবধি। উপজেলার কালিগঙ্গা ব্রীজের দুই পাশে অঢেল প্রাণবন্দ হয়ে সে সাজে। ওখানে দেখা যায় মৌমাছি মধু আহরণে ব্যস্ত থাকে ভাঁটিযা ফুলের থোকায় থোকায়। অযতেœ ও অবহেলায় রাস্তার দুই পাশে, পতিত জায়গায জন্মে তাদের। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৬ ও ৭নং ইউনিয়নের মাজখানে কালিগঙ্গা নদীর উপর ব্রীজ আর ব্রীজের দুই পাশে শেখমাটিয়া ও নাজিরপুর ইউনিয়ন। এই দুই ইউনিয়নের দুই গ্রামের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা মেঠো পথ। উপজেলার বুইচাকাঠী গ্রামের মাষ্টার শুখরঞ্জন বেপারী জানান, প্রতিদিন সকালে হাঁটতে বের হলে বসন্তের সকালে রাস্তার দু’পাশে মৃদু বাতাসে ভাঁটিয়া ফুলের গন্ধে মনপ্রাণ ভরে যায়। ওই গ্রামের আরেক ব্যাক্তি করম আলী হাজরা জানান। ফজরের আজানে ঘুম ভেঙে যায় তার। নামাজ শেষে লাঠিতে ভর করে একটু হাটা-হাটির জন্য বেরিয়ে পড়েন ঘর থেকে। প্রশ্ন করলে তিনি বলেন, ‘ছেলেবেলায় আমরা একসাথে বসে ভ্যাঁটিয়া ফুলের মালা গেথেছি, বো বো খেলিছি। এখনো সেইদিনের কথা মনে পড়ে আজও।’