সারাদেশে ভুমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ে প্রায় ১৩শ ঘর নির্মাণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সাধারণ ভুমিহীনদের মাঝে ঘর হস্তান্তর করেন এবং পঞ্চগড়কে শতভাগ ভুমিহীন মুক্ত ঘোষনা করেন। প্রধানমন্ত্রীর এই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র বিভিন্ন অসহায় গরীব মানুষকে ঘর বরাদ্দের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। পঞ্চগড়ে আর কোনো ঘর বরাদ্দ হবে না এমন খবরে প্রদানকৃত টাকা ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছে ভুক্তভোগী পরিবারগুলো।
জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে ভুমিহীন প্রায় ২০ টি পরিবারের তালিকা করেন ইউপি সদস্য আজিজুল ইসলাম। ঘর প্রদানের নামে তালিকাকৃত ২০ টি পরিবারের কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি। তবে পঞ্চগড়কে শতভাগ ভুমিহীন মুক্ত ঘোষনার কারণে ভুক্তভোগী পরিবারগুলোকে ঘর দিতে পারছে না ইউপি সদস্য আজিজুল ইসলাম। ঘর বরাদ্দের নামে দাবীকৃত টাকা প্রদান করেও ঘর না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারগুলো। টাকা ফেরত পাওয়ার শর্তে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানায়, বিনা টাকার ঘর প্রদানে টাকা নিয়েও যারা মাসের পর মাস টাকা ফেরত দিতে গরিমসি করছে তাদের বিচারের আওতায় আনা হোক। এদিকে প্রধানমনত্রীর উপহারের ঘরে ইউপি সদস্য কর্তৃক টাকা গ্রহণের ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনা চলছে সাধারণ মানুষের মাঝে।
পিআইও অফিস সংশ্লীষ্ট একটি সূত্র জানায়, অফিসে অস্থায়ী কর্মরত আফতাব ও নুর জামান দুজনেই বিভিন্ন মানুষের কাছ থেকে ঘর বরাদ্দের নামে টাকা গ্রহণ করেছে। এরমধ্যে কিছু ঘর মানুষ পেয়েছে। বাকীদের টাকা ফেরত পেতে অফিসে প্রতিনিয়ত ভুক্তভোগীরা এসে তাদের না পেয়ে ঘুরে যান। সাতমেরা ছাড়াও হাড়িভাসা ইউনিয়নে একজন নারী ইউপি সদস্যের কাছ থেকেও টাকা নৌযার ঘটনা ঘটেছে। সূত্রটি আরও জানায়, আফতার ৩-৪ মাস ধরে অফিসে না এসে পালিয়ে বেড়াচ্ছে। সরকারের ভাবমূর্তি রক্ষায় তদন্তপূর্বক দোষীদের বিচারের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আজিজুল ইসলাম বলেন, আমার কাছে কোনো টাকা নেই। পিআইও অফিসের (অস্থায়ী) কর্মরত আফতাব টাকাগুলো হাতে হাতে নিয়েছেন। তিনি আরও বলেন, আফতাব চলতি মাসের ২৬ তারিখে টাকা ফেরত দিতে চেয়েছে ভুক্তভোগী পরিবারগুলোকে।
পঞ্চগড় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান বলেন, আমি নতুন এসেছি। বিষয়টি আমার জানা নেই, তবে টাকা লেনদেনের মত ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।