পিরোজপুরের নাজিরপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের মেয়ে বিয়ে দেয়ার জন্য ক্রয়কৃত মালামাল ও নগদ টাকা সহ বসত ঘর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭মার্চ) রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে। এতে ওই গ্রামের তানজে আলী শেখ এর ছেলে শুকুর আলী শেখের বসত ঘর ও নগদ টাকা সহ প্রায় ৮লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী শুকুর আলী জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে তার বসত ঘরে আগুন লাগে। এ সময় ঘরে থাকা মেয়ের বিয়ের জন্য কেনা মালামাল ও নগদ লক্ষাধীক টাকা সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে আমরা সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় অঅগুন নিয়ন্ত্রনে আনি। স্থানীয় ইউপি মেম্বার মো. আলতাফ হোসেন জানান, ওই কৃষকের মেয়ের বিয়ে দেয়ার জন্য কেনা মালামাল ও গরু বিক্রি করে ঘরে রাখা টাকা সহ প্রায় লক্ষাধীক টাকা সহ তার ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।