‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। উপজেলা চত্বর হতে র্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহমাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান রুখসানা বারী রুকু, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার বিনতে শরীফ, খোলাহাটি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মবিদুল ইসলাম, পার্বতীপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ দিপেশ রায় সিংহ ও ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন প্রমুখ।