ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প স্তাবক অর্পণ করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ফায়জুর রশিদ খসরু, ভান্ডরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান, মেডিকেল অফিসার ডা. আহমেদ সফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, বীর মুক্তিযোদ্ধা নেজামুল হক নান্না, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহাবায়ক রেদওয়ান সিকদার রিচান, শিক্ষার্থী নিশা বিনতে জাহিদ, অন্তরা হালদার প্রমূখ। এ ছাড়া ভান্ডারিয়া সরকারি কলেজ, শাহাবুদ্দিন ফাযিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহণে পৃথক আলোচনা সভা দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।