পঞ্চগড়ের বোদায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাসিবুল (৩৫), তমিজ (৬৫) নিহত হয়েছেন, এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৩ জন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার বোদা- দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ের চন্দনবাড়ি বাজার এর সামনে হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্থায়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার বিকেলে দেবীগঞ্জ ইজতেমা শেষ করে একটি মিনিবাস যোগে তেতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়ঘাটপাড়া এলাকার ৫৭ জন মুসল্লি বাড়ি ফিরছিল। এ সময় চন্দনবাড়ি বাজারে সামনে মিনিবাসের সামনের চাকা পামচার (বাষ্ট) হয়ে পাল্টি খেয়ে খালে পরে যায়। এ সময় মিনিবাসের ৫৩ জন যাত্রি গুরুত্বর আহত হলে তাদের বোদা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোদা সদর হাসপাতালে সুত্রে জানা যায়, ৫৩ জন যাত্রি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় ২জন ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হাসিবুল পোড়ামাটি গ্রামের সিরাজউদ্দীন এর ছেলে, তমিজ খয়ঘাটপাড়া গ্রামের মৃত শরীফউদ্দীন মেম্বারের ছেলে বলে জানা গেছে।