পঞ্চগড়ের বোদা ডাকবাংলো চত্বরে ডাকবাংলোর আধুনিক দ্বিতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি। শনিবার দুপুরে জেলা পরিষদের বাস্তবায়নে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হান্নান শেখ এর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ্ব আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ প্রমুখ। এ সময় আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ভ্যাট বাদে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যায়ে এই দ্বিতল ভবনের নিমার্ণ করা করা হবে বলে জেলা পরিষদ সুত্রে জানা যায়।